
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যদি আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব প্রদান করে, তাহলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করতে নতুন শিল্প ও কলকারখানা স্থাপন করা হবে, পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, “আগামী দিনের বাংলাদেশে বিএনপি যুব সমাজকে জাতীয় মুক্তি ও অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলবে। বেকারত্বকে অতীতের বিষয় বানিয়ে, হতাশায় নিমজ্জিত তরুণদের মুখে আবারও আনন্দের হাসি ফিরিয়ে আনবে বিএনপি।”
তিনি আরও আহ্বান জানান— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য, যেন দেশ পুনরায় জনগণের হাতে ফিরে আসে এবং গণতন্ত্র তার পূর্ণ মর্যাদা ফিরে পায়।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.