দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 10 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যশোর সদর উপজেলায় আলমনগর গ্রামে সন্ত্রাসী হামলায় শিশুসহ ৪ জন আহত

বার্তা কক্ষ
October 10, 2025 3:45 pm
Link Copied!

যশোর সদর উপজেলার ৮ নং ওয়ার্ড দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামে লাবনী খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

আজ (১০ অক্টোবর ২০২৫) শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত গৃহবধূ লাবনী খাতুন উপজেলার একই গ্রামের ইমাদুর রহমান ইমনের স্ত্রী। আহত গৃহবধূর স্বামী ইমাদুর রহমান ইমন জানায়, গত সেপ্টেম্বর মাসে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় এই ঘটনার পরে থানায় অভিযোগ দাখিল করে তার চাচা শ্বশুর ইকবাল হোসেন। থানা পুলিশ ওই ঘটনার মীমাংসা করে দেয়। সেই পূর্ব শত্রু তার জের ধরে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়িতে এসে প্রতিপক্ষের ফিরোজ (২৩), মোস্তফা (৫৫), ফারুক (৪৮), ফয়সাল (২৩), মাসুম বিল্লাহ (২৬), আরাফাত সহ ৫/৬ জন এসে অতর্কিত হামলা চালায়।

এসময় গৃহবধূ লাবনী খাতুন সহ তার শাশুড়ি রোজিনা, চাচী শাশুড়ি সোনালী বেগম, শিশু বাচ্চা রুহানি গুরুতর আহত হয়। এ সময় গলার স্বর্ণের চেইন ও কানের দুল, ঘরে থাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রতিপক্ষ ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে।

বর্তমানে গৃহবধূ লাবনী খাতুন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, এবং অন্যান্য আহতরা যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

কোতয়ালী থানা ডিউটি অফিসার উপপরিদর্শক (এস আই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।