
যশোরে তীব্র শৈত্যপ্রবাহ ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের সবার বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ জানান, মারা যাওয়া প্রত্যেকেই নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত জটিলতায় ভুগছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক দিনে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ২৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪ জন শিশু রয়েছে। শতাধিক রোগী নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো শীতকালীন রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
যশোর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনভর সূর্যের দেখা না পাওয়া এবং উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে।
ডা. জোবায়ের আহমেদ বলেন, শৈত্যপ্রবাহ চলাকালে শিশু ও বয়স্কদের ফুসফুসে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং পর্যাপ্ত গরম কাপড় ব্যবহারের পরামর্শ দেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.