শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ সময় হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইবেন সংগঠনটির নেতাকর্মীরা।
একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ঘোষণাও দেন সংগঠনটির নেতারা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থানে রূপ নেয়।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো দল যদি আলোচনায় বসতে চায়, তবে সেই বৈঠক হতে হবে প্রকাশ্য ও স্বচ্ছ। গোপন বৈঠকের কোনো সুযোগ নেই এবং দিল্লির সঙ্গে কোনো সিক্রেট আলোচনাও মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে নানা দিক থেকে আধিপত্যবাদের চাপ রয়েছে। ভারতের মতো যদি অন্য কোনো শক্তি, এমনকি যুক্তরাষ্ট্রও বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, তবে তার বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারও হাতে তুলে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি এই সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। এখন সেই পথ ধরেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে—ইনশাআল্লাহ।


