কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার পর টেকনাফের লেদা এলাকার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ আগুনের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ নম্বর ক্যাম্পের হেড মাঝি আমিনুল্লাহ জানান, হঠাৎ করে রাত ১০টার পর এফ ব্লকে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং প্রশাসনের বিভিন্ন সংস্থা পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।



