আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 26 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

উত্তরখান ও দক্ষিণখান থানাধীন এলাকায় সড়ক প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
উত্তরখান ও দক্ষিণখান থানাধীন এলাকায় দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসন এবং আব্দুল্লাহপুর কোটবাড়ি থেকে ১৩ মুখ পর্যন্ত (৭০ ফুট) সড়ক প্রশস্তকরণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি, ঢাকা মহানগর উত্তর।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দসহ দলের সকল স্তরের সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে, যার ফলে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি আব্দুল্লাহপুর কোটবাড়ি থেকে ১৩ মুখ পর্যন্ত সড়কটি অত্যন্ত সরু হওয়ায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।

বক্তারা দ্রুত গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উক্ত সড়কটি ৭০ ফুট প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।