দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 12 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে নিখোঁজ চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বার্তা কক্ষ
June 12, 2025 8:36 pm
Link Copied!

ফেনীতে নিখোঁজের পরদিন জাবের রাবিন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাবিন নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে। সে চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের এছাক হাজী বাড়ি সংলগ্নস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডোবায় তার সাইকেলটিও পড়ে থাকতে দেখা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে রাবিন পরিবারের সঙ্গে বাড়িতে এসেছিল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি সাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয় । দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় তার বাবা ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ও একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে রাবিনের মরদেহ উদ্ধার করেন পরিবারের সমস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা ওমর ফারুক জানান, আমার দুই যমজ ছেলের মধ্যে রাবিন বড় ছিল। সে সাঁতার জানত। এলাকায় পরিচিত ছিল। বুধবার দুপুরে সুস্থভাবে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে বিকেলে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। আমাদের ব্যবসা ও জায়গাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে কেউ আমার ছেলেকে হত্যা করতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।

ফেনী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।