
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে—এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার কাতার দূতাবাস। পুরো লজিস্টিকস ও অপারেশনাল কো-অর্ডিনেশন করছে কাতার সরকার নিজেই।
দূতাবাস জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টায় ঢাকায় ল্যান্ড করবে। কাতারের আমিরের পাঠানো আগের অ্যাম্বুলেন্সটি কারিগরি জটিলতায় থেমে যাওয়ায় লন্ডনে নেওয়ার পরিকল্পনায় সাময়িক বিলম্ব ঘটে।
বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে—ফ্লাইটের দেরিতেই লন্ডন ট্রান্সফারের প্রস্তুতি নিতে সময় বেশি লাগছে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণেই শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এটি শনিবার ঢাকায় আসার কথা। তিনি আরও বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড ‘গো এগ’ সিগন্যাল দিলে ৭ ডিসেম্বর তিনি লন্ডনের পথে রওনা হতে পারেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.