দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 5 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জান্নাতের টিকিট দিতে পারবো না, যদি জনগণ ভোট দেয় তাহলে উন্নয়ন নিশ্চিত করবো: মির্জা আব্বাস

বার্তা কক্ষ
December 5, 2025 10:27 am
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জান্নাতের টিকিট তার হাতে নেই, তবে জনগণ আস্থা রাখলে উন্নয়ন ডেলিভারি তিনি নিশ্চিত করবেন। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন—চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকায় জিরো টলারেন্স অপারেটিং সিস্টেমে কাজ করবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইস্কাটন নাগরিক সমাজ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এই বক্তব্য দেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক—এ তিনটা এখন সবচেয়ে বড় থ্রেট। আমার এলাকায় এগুলোকে কোনোভাবেই অপারেশনাল হতে দেব না। ফুটপাত ভাড়ার টাকা কার কাছে যায়, সেটাও ট্র্যাক করে বের করতে হবে।”

ধর্মীয় প্রসঙ্গে তিনি আরও বলেন, “জান্নাতের টিকিট আমার কাছে নেই। কিন্তু ভোট দিলে উন্নয়ন ডেলিভারেবল নিশ্চয়ই দেব। আর যদি জামায়াতকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত হয়—তাহলে নামাজ-রোজার রেগুলেশনটাই বা থাকছে কেন?”

ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে তিনি অভিযোগ করেন—ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেই সরকার এগুলো সচল রেখেছে। তার দাবি,
“গ্রামাঞ্চলের আওয়ামী লীগ নেতারা এখন ঢাকা এসে ব্যাটারি রিকশা অপারেট করছে।”