
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এ সৌজন্য বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস।
দূতাবাস জানায়, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাষ্ট্রদূত ও সেনাপ্রধান দুই দেশের সামরিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় ও কার্যকর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার নানামুখী দিগন্ত এবং কৌশলগত সমন্বয় জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.