দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভালো মানের কোচ আনতে বাফুফেকে সহায়তা করবে ক্রীড়া মন্ত্রণালয়: উপদেষ্টা আসিফ মাহমুদ

বার্তা কক্ষ
December 4, 2025 10:20 pm
Link Copied!

উন্নত কোচ আনতে আর্থিক সহায়তার পথে ক্রীড়া মন্ত্রণালয় — ফুটবলে নতুন সম্ভাবনার জানালা খুলছে

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবলের পেছনে যে চালিকাশক্তি, সেই কোচের গুণগত মানই মাঠে পারফরম্যান্সকে নতুন ডাইমেনশনে নিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চমানের কোচ নিয়োগে চ্যালেঞ্জের মুখে থাকে। এবার সেই সমস্যা দূর করতে ক্রীড়া মন্ত্রণালয় এগিয়ে আসছে।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপজেলা স্টেডিয়াম ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন—“উন্নতমানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন বাধা না হয়—আমরা সেখানেই সহযোগিতা বা বিশেষ ফান্ড প্রদানের উদ্যোগ নিচ্ছি।”

ইউরোপীয় বাস্তবতা আর বাংলাদেশের সীমাবদ্ধতা

উপদেষ্টা জানান, উন্নত ফুটবলবিশ্বে একজন কোচের বার্ষিক বেতনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরো বছরের বাজেটের সমান। ফলে ইউরোপীয় স্কেলে পৌঁছানো এখনই সম্ভব নয়। তবে গুণগত কোচ পাওয়ার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সরকারের আগ্রহ স্পষ্ট।

তিনি আরও বলেন—“অর্থ মন্ত্রণালয় অথবা তারুণ্য উৎসবের ফান্ড—এ দুই উৎস থেকে বাফুফের জন্য কোচিং ফান্ড নিশ্চিত করার উদ্যোগ চলছে। জাতীয় চ্যাম্পিয়নশিপেও আমরা ফেডারেশনকে ১০ কোটি টাকার সাপোর্ট দিয়েছি।”

ক্যাবরেরা কি বিদায়ের পথে?

বর্তমান প্রধান কোচ স্পেনিশ হ্যাভিয়ের ক্যাবরেরা—যার চুক্তি আগামী মার্চে শেষ হচ্ছে। এশিয়া কাপে বাংলাদেশের কোনো সম্ভাবনা না থাকায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এর জবাবে উপদেষ্টা বলেন—“কোচ রাখার সিদ্ধান্ত বাফুফের। আমরা শুধু উন্নত কোচ আনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য প্রস্তুত—এবং নারী ফুটবলারদের স্যালারি বৃদ্ধির দিকেও কাজ করছি।”

বাফুফের আর্থিক অনিয়ম—কি বদলালো?

গত বছরে বাফুফের আর্থিক অস্বচ্ছতার কারণে ফিফার ফান্ড বন্ধ ছিল। উপদেষ্টা জানান, এখন নেতৃত্বে পরিবর্তন আনার পর সেই বিশ্বাস ফিরে এসেছে। তিনি বলেন—“সম্প্রতি তিনটি খেলায় দর্শক উপস্থিতি ও টিকিট বিক্রি থেকে বাফুফে ৪ কোটি টাকারও বেশি আয় করেছে—এটা পজিটিভ সিগন্যাল।”

উপদেষ্টার রাজনীতিতে আসার ইঙ্গিত ও সময়ের চাপ

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা চলছে। ফলে স্বল্প সময়ে বাফুফেকে কোচ নিয়োগ বা নারী ফুটবলারদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে তিনি কতটা অগ্রগতি আনতে পারেন—সেটাই এখন পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু।