দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সপ্তাহে তিনদিন চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

বার্তা কক্ষ
December 4, 2025 1:20 pm
Link Copied!

ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি জানায়—বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে বক্তৃতার ফাঁকে দ্য নিউজ-এর সঙ্গে আলাপচারিতায় হাইকমিশনার জানান, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছি। আমাদের জাতীয় পতাকাবাহী বিমান করাচিতে সপ্তাহে তিনদিন অপারেট করবে।”

ভারতের আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যেভাবে ভারতীয় প্লেন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, ঠিক সেভাবেই বিমানের ফ্লাইট ভারতের ওপর দিয়ে উড়বে।”

জিও টিভি আরও জানায়, পাকিস্তানের ওপর ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকায় পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের ঢাকায় ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার বলেন—দক্ষিণ এশিয়া বাণিজ্য, সংযোগ ও সহযোগিতায় এক অসীম সম্ভাবনার জোন; কিন্তু সীমিত প্রবেশাধিকার, বর্ডার–রিলেটেড বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনৈতিক জটিলতা এখনো প্রবৃদ্ধিকে স্লো করে রাখছে।

তিনি উল্লেখ করেন, “পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, কিন্তু বাজারে প্রবেশাধিকার না থাকা এখনো বড় চ্যালেঞ্জ।”

আলোচনায় তিনি অতীতের উদাহরণ টেনে বলেন—আগে রেলপথে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে নির্বিঘ্ন বাণিজ্য চলত। এখন পাকিস্তানি খেজুর দুবাই ঘুরে আঞ্চলিক বাজারে পৌঁছাতে বাধ্য হচ্ছে—যা সংযোগের ঘাটতির বাস্তব চিত্র তুলে ধরে।

সূত্র: জিও টিভি