দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

বার্তা কক্ষ
December 4, 2025 1:14 pm
Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্পূর্ণ প্রস্তুতির কথা জানাল কাতার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দোহার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতার ঘোষণা আসে।

গত ২৯ নভেম্বর কাতারকে চিঠি দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় কাতার ইতিবাচক অবস্থানের কথা জানালেও আজ বিষয়টি ফুল–স্কেল অফিসিয়াল কনফার্মেশন পেয়েছে।

এর আগেই ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান—রিচার্ড বিল এখন এভারকেয়ার হাসপাতালে, যেখানে তিনি খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল রিপোর্টসমূহ পর্যালোচনা করেছেন।

খালেদা জিয়ার চিকিৎসক দল জানিয়েছে—আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করবেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেবেন।

বুধবার (৩ ডিসেম্বর) খালেদা জিয়ার চিকিৎসায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় আসে। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে এই টিম এভারকেয়ার হাসপাতালে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। তারা সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা গভীরভাবে মূল্যায়ন করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি প্রায় আধাঘণ্টা খালেদা জিয়ার পরিবারের সঙ্গে সময় কাটান এবং নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি–সম্পর্কিত জটিলতাসহ বহু শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা যৌথভাবে তার চিকিৎসা পরিচালনা করছেন।