দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ

বার্তা কক্ষ
December 4, 2025 9:14 am
Link Copied!

ইহুদিবাদী ইসরায়েলের পাঠানো নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন আর গ্রহণ বা পর্যালোচনা করবে না—এমন সিদ্ধান্ত জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে এই অবস্থান স্পষ্ট করে সংস্থাটি।

ঘটনার সূত্রপাত একটি ইসরায়েলি মানবিক সংস্থার আবেদন থেকে। কিডনি দানকে উৎসাহিত করা প্রতিষ্ঠানটি গিনেস রেকর্ডসে আনুষ্ঠানিক আবেদন জমা দেয়। এরপর গিনেস তাদের চিঠি পাঠিয়ে জানায়—“বর্তমানে আমরা ইসরায়েল থেকে কোনো নতুন রেকর্ড–আবেদন পর্যালোচনা করছি না।”

এই আবেদনের মাধ্যমেই সামনে আসে যে ‘মাতনাত চাইম’ নামের ইসরায়েলি সংস্থাটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কিডনি দাতাদের সংখ্যা ভিত্তিক একটি রেকর্ড নিবন্ধন করতে চেয়েছিল। তাদের দাবি—২০০০ জন দাতাকে তারা একত্র করেছে, যারা অপরিচিতদের কিডনি দান করেছেন; এমনকি একটি গ্রুপ ছবিসহ আবেদনও জমা দেওয়া হয়।

ইসরায়েলি চ্যানেল এন১২–এর প্রতিবেদন বলছে, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলকেই নয়, বরং দখলকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডকেও প্রভাবিত করছে। গিনেস কর্তৃপক্ষের পাঠানো ইমেইলে স্পষ্ট করে বলা হয়েছে—
“বর্তমানে ইসরায়েল কিংবা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা কোনো রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করা হচ্ছে না।”

যদিও গিনেস এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক গণমাধ্যম–বিবৃতি দেয়নি, ইসরায়েলি প্রতিষ্ঠানটির অভিযোগ—এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।