
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জনগণকে সতর্ক করে বলেছেন—নিষিদ্ধ রাজনৈতিক দল বিক্ষোভে নামলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পোস্টে প্রেসসচিব লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী হয়তো ভেবেছেন যে আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি হবে। তারা কল্পনা করছেন—দুপুরবেলা কয়েকজনকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসী ঢাকায় নিয়ে আসবে এবং রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।
তিনি আরও লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়; এটি জুলাই, চিরদিনের জুলাই।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.