
দুর্নীতির মামলায় অভিযুক্ত যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। পাশাপাশি তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুদকের করা আবেদন বিবেচনা করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, নাবিল আহমেদের জব্দ করা স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এছাড়া অস্থাবর সম্পদের মধ্যে তার ১০৭টি ব্যাংক অ্যাকাউন্ট অচল করা হয়েছে।
গত ৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা আল আমিন নাবিল আহমেদের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং বিদেশযাত্রা নিষেধাজ্ঞা চেয়ে দুটি পৃথক আবেদন দাখিল করেন। আজ আদালত আবেদন দুটিই মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে নাবিল আহমেদ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা হয়েছে। পাশাপাশি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়ও মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে তার সম্পদ স্থানান্তর রোধ করতে জব্দ ও অবরুদ্ধ করা জরুরি।
অন্য আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া প্রয়োজন ছিল।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.