
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকেই নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনো দলে যুক্ত হব কিনা—এ নিয়ে এখনো কারও সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”
ধানমন্ডিতে ভোটার হওয়ার প্রসঙ্গে তিনি জানান, “দুইবার ভোট দিতে না পারায় এবার ধানমন্ডিতেই স্থায়ীভাবে থাকার ইচ্ছা হয়েছে। সে কারণেই ঢাকা-১০ আসনে ভোটার হিসেবে নিবন্ধন করেছি।”
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে জামায়াতে ইসলামি সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।
এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। একসময় শোনা গিয়েছিল যে, সেই আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.