আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ চূড়ান্ত করেছে সরকার। এ বছর আমন ধানের সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজার স্থিতিশীলতা রক্ষা এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে সভায় জানানো হয়।
রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দীর্ঘ আলোচনার পর আমন মৌসুমে সরকারের সংগ্রহ কৌশল ও বাজার পরিস্থিতি বিবেচনায় করে দাম নির্ধারণ করা হয়।
সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, ২০ নভেম্বর থেকে সারাদেশে আমন মৌসুমের ধান ও চাল কেনা শুরু হবে। এই সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনি বলেন, পর্যাপ্ত মজুত গড়ে তোলা, বাজারকে স্থিতিশীল রাখা এবং কৃষকের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে সরকার এবার আরও সতর্ক ও পরিকল্পিত প্রক্রিয়ায় সংগ্রহ অভিযান পরিচালনা করবে।
তিনি আরও ইঙ্গিত দেন যে, মাঠপর্যায়ে স্বচ্ছতা, সাপ্লাই চেইন মনিটরিং এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে, যাতে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন।


