
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী এবং জহিরুল ইসলামের মালিকানাধীন অন্যান্য গুদামে। আগুনের তীব্রতায় পুরো আশপাশ এলাকায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার ধারাবাহিক প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস তদন্তের পর জানা যাবে।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, তুলা দ্রুত দাহ্য হওয়ায় আগুন ছড়াতে বেশি সময় লাগেনি এবং নিয়ন্ত্রণে আনতেও কষ্ট হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গুদামে লাখ টাকার বেশি মূল্যের তুলা মজুত ছিল। সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.