
অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন এক পরিবেশ তৈরি করছে, যা নির্বাচন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ নভেম্বর, শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা যে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছি, তারাই এখন এমন পরিস্থিতি সৃষ্টি করছে যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। কয়েকটি রাজনৈতিক দলের গণভোট দাবি মূল নির্বাচনী ধারাকেই প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পনা হয়ে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “গণভোট নিয়ে আমাদের আপত্তি নেই, তবে সেটি অবশ্যই নির্বাচনের দিনেই হওয়া উচিত। আলাদা দিনে গণভোট আয়োজন করলে ব্যয় বাড়বে এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।”
র্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর অতিক্রম করে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.