
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু মহল দাবি করছে যে কমিশনের আপ্যায়ন খাতে খরচ হয়েছে ৮৩ কোটি টাকা। প্রধান উপদেষ্টা সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং পরিকল্পিত প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেন।
পোস্টে আরও জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২০২৫–২৬ অর্থবছর পর্যন্ত কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর বিপরীতে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা, যা বরাদ্দের মাত্র ২৩.৪৬ শতাংশ।
কমিশন জানায়, আপ্যায়ন খাতের বড় অংশ ব্যয় হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়, বৈঠক ও সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য।
কমিশন বলেছে, ৮৩ কোটি টাকার দাবি সম্পূর্ণ অসত্য এবং কমিশনের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো পরিকল্পিত অপপ্রচার। তারা আশা প্রকাশ করেছে যে যারা এই ভুল তথ্য ছড়িয়েছে তারা দ্রুত তা প্রত্যাহার করে দায় স্বীকার করবে।

প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.