
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডটি মোকাবিলায় ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট মাঠে নামে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাত্র এক মিনিট দূরত্বে থাকা স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
পরবর্তীতে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনসহ আটটি ইউনিট যৌথভাবে আগুন নেভানোর কাজ পরিচালনা করে। প্রায় ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.