
বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর-লেস্তের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা এই দুই এশীয় দেশে ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দেশগুলোর সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ নিয়মিতভাবে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি করে থাকে।
বর্তমানে বাংলাদেশ এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার একটি এবং আমেরিকার ৩টি রাষ্ট্রসহ মোট ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি বজায় রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.