আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে।
দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে—এনসিপি প্রায় ২০টি আসনে সমঝোতা চায়, যার মধ্যে ঢাকাতেই চারটি আসন রয়েছে। আলোচনা সফল হলে বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে প্রার্থী না-ও দিতে পারে। পাশাপাশি, বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও জানিয়েছে এনসিপি।
বিএনপির একটি সূত্রের মতে, এনসিপির নেতারা শুধু আসন নয়, রাজনৈতিক ভবিষ্যতের নিরাপত্তাও চান। অনানুষ্ঠানিক আলোচনায় তারা তিনজনকে মন্ত্রী করার প্রস্তাব তুলেছেন, যদিও বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, জামায়াতও এনসিপির সঙ্গে যোগাযোগে আগ্রহ দেখালেও, এনসিপি নিজেদের ‘ডানপন্থী’ হিসেবে পরিচিত করতে চায় না—তারা ‘মধ্যপন্থী’ ভাবমূর্তি ধরে রাখতে আগ্রহী।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “এই মুহূর্তে আমরা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকলেও এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি।”
দলের আহ্বায়ক নাহিদ ইসলামও বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে বলেন, “এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং আমরা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেসব আসন থেকে প্রার্থী হবেন, সেসব আসনে আমাদের প্রার্থী না-ও থাকতে পারে।”
তিনি আরও জানান, “যদি কোনো দল আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে একমত হয়, তাহলে জোট গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.