দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 4 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের কামাল

বার্তা কক্ষ
November 4, 2025 7:23 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। ধারণা করা হচ্ছে, তিনি জনসম্মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনের জন্য কামাল জামান মোল্লার নামও অন্তর্ভুক্ত ছিল।

মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কামাল জামান মোল্লার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তিনি বলেন— “আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।”

এই শেষ অংশ উচ্চারণের পরই তিনি বিব্রতভাবে নিজের জিহ্বায় কামড় দেন।