আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সদরদপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসমাগম ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের কৌশল সম্পর্কে দিকনির্দেশনা পেয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনী দায়িত্বে অংশ নেওয়ার আগে তাদের প্রত্যেকের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর সহায়তায় সম্পন্ন করা হবে।
তাদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে শেষ হয়েছে। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ব্যালট পরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ জনগণের নিরাপত্তা রক্ষায় তারা পুলিশের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.