তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিএনপি মহাসচিবের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন আবেদন করেছেন, তবে তিনি শর্ত দেন—এই ব্যবস্থা যেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি এই আবেদন দাখিল করেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি প্রতারণামূলকভাবে দেওয়া হয়েছিল। দেশি-বিদেশি যেকোনো আদালতে গেলে সেই রায় টিকবে না, বাতিল হয়েই যাবে।
এর আগে, সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে সপ্তম দিনের শুনানি শুরু হয়।
ষষ্ঠ দিনের শুনানিতে বিএনপির আইনজীবীরা যুক্তি দেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। তাই এই ব্যবস্থাটি পুনরায় চালু করা জরুরি। একই দাবিতে জামায়াত ও সুজনের আইনজীবীরাও আদালতে আইনি যুক্তি উপস্থাপন করেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ, এবং আপিলের অনুমতি দেয়। পরবর্তীতে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের মহাসচিব গোলাম পরওয়ার আপিল করেন।
প্রসঙ্গত, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.