দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 3 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখে নিন একনজরে

বার্তা কক্ষ
November 3, 2025 6:53 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারিতে। এই নির্বাচনকে সামনে রেখে প্রায় ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। যেসব আসনে আমাদের যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, সেসব ক্ষেত্রে বিএনপি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থী হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।