দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 3 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

বার্তা কক্ষ
November 3, 2025 12:21 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষায় জড়িত; অন্যান্য দেশগুলোও নিয়মিতভাবে পরীক্ষা-নিরীক্ষা চালায়। সুতরাং যুক্তরাষ্ট্রেরও এ ধরনের কার্যক্রম থেকে নিজেকে আলাদা রাখা যুক্তিসংগত নয়।

তিনি বলেন, “আমাদের হাতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক সক্ষমতা আছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি উভয়ের সঙ্গেই এই বিষয়ে আলাপ করেছি। আমাদের এত অস্ত্র আছে যে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব।”

ট্রাম্প আরো যুক্তি দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র বানিয়ে তা পরীক্ষা না করাই বাস্তবসম্মত নয়—অস্ত্র তৈরি করে পরীক্ষাহীন থাকলে কীভাবে জানা যাবে তা কার্যকর হবে কিনা। তিনি উল্লেখ করেছেন, রাশিয়া ও চীনের সঙ্গেও এই ধরনের অস্ত্র ভাণ্ডার রয়েছে এবং যুক্তরাষ্ট্র অন্য দেশের মতো গোপনভাবে কাজ করে না—এ কথাটিও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।