দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 2 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘নৌকা’ উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা ফাওজুল কবির, কী করবেন জানতে চাইলেন ফেসবুকে

বার্তা কক্ষ
November 2, 2025 2:13 pm
Link Copied!

আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে এক প্রতীকী নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। এই ঘটনাটি প্রকাশের পর থেকেই শনিবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যমে শুরু হয় নানা ধরনের আলোচনা ও বিতর্ক।

পরে বিষয়টি স্পষ্ট করতে উপদেষ্টা নিজেই ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উপহারটির ব্যাখ্যা দেন এবং এর ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে মতামত চান।

তিনি লেখেন, “গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন অনুযায়ী আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। ওই সময় আলজেরীয় দূতাবাসের পক্ষ থেকে আমাকে পালতোলা নৌকার একটি প্রতিকৃতি (যাতে মাঝিও রয়েছে) উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যের কারণে আমি তা গ্রহণ করেছি। উপহারটিতে স্পষ্টভাবে দূতাবাসের নাম উল্লেখ আছে। অনুগ্রহ করে লক্ষ্য করুন, এটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।”

এরপর তিনি আরও লেখেন, “এখন আমি চাইলে উপহারটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি—তবে সেটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অসৌজন্যমূলক হতে পারে। আবার সরকারি তোশাখানায় জমা দেওয়া যায়, যদিও এর আর্থিক মূল্য খুব বেশি নয়। বিকল্পভাবে এটি শৈলান প্রবীণ নিবাসে রাখার কথা ভাবছি, অথবা নিজেই সংরক্ষণ করতে পারি।”

সবশেষে তিনি উল্লেখ করেন, “এ বিষয়ে আপনাদের মতামত পেলে উপকৃত হবো।”

গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের ঐতিহাসিক বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।