অ্যাস্টন ভিলার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ২-০ ব্যবধানে স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে আর্নে স্লটের লিভারপুল।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজেদের দুর্গ এনফিল্ডে ভিলাকে আতিথ্য জানায় অল রেডসরা। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের দর্শকদের সামনে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিক দল। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করলেও, ভাগ্য সহায় না থাকায় গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল।
তবে বিরতির ঠিক আগে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে আসে কাঙ্ক্ষিত সেই গোল। ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের মারাত্মক এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে এটি ছিল মিশরীয় তারকার ২৫০তম গোল, যা পুরো এনফিল্ডকে উচ্ছ্বাসে মাতিয়ে তোলে। প্রথমার্ধের শেষে ১-০ গোলের লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে আর্নে স্লটের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে স্বাগতিকরা। খেলার ৫৮তম মিনিটে রায়ান গ্র্যাভেনবার্চের চমৎকার এক দূরপাল্লার শটে ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। এরপর ম্যাচের বাকি সময়ে কিছুটা মরিয়া হয়ে ওঠে অ্যাস্টন ভিলা। তারা বেশ কয়েকটি আক্রমণ সাজালেও, লিভারপুলের শক্তিশালী রক্ষণভাগ আর গোলরক্ষকের দৃঢ়তায় ভাঙতে পারেনি লাল দেয়াল।
শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ ও দৃষ্টিনন্দন জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ের ফলে লিগ টেবিলে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। ১০ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ ১৮ পয়েন্ট, যা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট কম।
মৌসুমের এই গুরুত্বপূর্ণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্লটের দল। এখন তাদের লক্ষ্য—এই ধারাবাহিকতা ধরে রেখে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.