আফ্রিকার মুসলিমপ্রধান দেশ নাইজেরিয়াকে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে তিনি এ ধরনের কঠোর সতর্কবার্তা দেন।
রোববার (২ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু সংবাদ সংস্থা। প্রতিবেদনে বলা হয়, শনিবার এক বার্তায় ট্রাম্প জানান, “আমি আমাদের প্রতিরক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলেছি।”
তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও বলেন, “যদি নাইজেরিয়ান সরকার খ্রিষ্টানদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে দেশটির প্রতি সব ধরনের সহায়তা স্থগিত করবে এবং প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়া দেখাবে।”
এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, নাইজেরিয়ায় খ্রিষ্টধর্ম এখন এক “অস্তিত্বের সংকটে” রয়েছে এবং “উগ্র ইসলামপন্থীরা” দেশটিতে “গণহত্যা” চালাচ্ছে। তিনি আরও যোগ করেন, “যদি যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয়, তবে তা হবে দ্রুত, কঠোর ও সুনির্দিষ্ট—যেমনভাবে ওই সন্ত্রাসীরা নিরীহ খ্রিষ্টানদের ওপর আক্রমণ চালায়।”
ট্রাম্প নাইজেরিয়ার সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যও তীব্র সতর্ক করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তার এই বক্তব্য ডানপন্থি রাজনীতিকদের সেই ধারার সঙ্গে মিলে যায়, যারা দেশটির সংঘাতকে ধর্মীয় ভিত্তিতে ব্যাখ্যা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, নাইজেরিয়ার অস্থিরতা কেবল ধর্মীয় ইস্যুতে সীমাবদ্ধ নয়; এর পেছনে জটিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণও জড়িত।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.