দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বার্তা কক্ষ
November 1, 2025 10:40 pm
Link Copied!

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। তিন বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ দায়িত্বশীলতা দেখিয়েছে। আসন্ন নির্বাচনেও তারা সেই দায়িত্ব সফলভাবে পালন করবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনা, নৌ ও বিমানবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌসদস্য এবং প্রায় দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মাঠে থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা সদস্য মোতায়েন করা হবে।

এছাড়া, বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।