
ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন বুট এবার প্রথমবারের মতো জিতলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমের এই সম্মান অর্জন করেছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে। গত মৌসুমে লা লিগায় ৩১ গোল করে তিনি এই কীর্তি গড়েন। রিয়ালের হয়ে সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত ৩১ অক্টোবর (শুক্রবার) সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, কোচ জাবি আলোনসো এবং সহখেলোয়াড়রা।
৩১ গোলের সুবাদে ৬২ পয়েন্ট নিয়ে এমবাপ্পে ছিলেন তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে লিভারপুলের মোহাম্মদ সালাহ (৫৮ পয়েন্ট)।
পুরস্কার জয়ের পর এমবাপ্পে বলেন, “এই ট্রফি জেতা আমার জন্য দারুণ আনন্দের মুহূর্ত। একজন স্ট্রাইকার হিসেবে এটা সত্যিই বিশেষ সম্মান। আমি চাই এই মৌসুমে রিয়ালের সঙ্গে বড় অর্জন আনতে, কারণ দলীয় সাফল্যই আসল বিষয়। রিয়ালে দীর্ঘ সময় খেলতে চাই এবং এমন পুরস্কার আরও বহুবার জিততে চাই।”
নতুন কোচ আলোনসোর অধীনে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা এখন পর্যন্ত ১৩ ম্যাচের মধ্যে ১২টিতেই জয় পেয়েছে। লা লিগায় ১০ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল এগিয়ে পাঁচ পয়েন্টে। আজ শনিবার (১ নভেম্বর) রাতে তারা ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.