দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 31 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ

বার্তা কক্ষ
October 31, 2025 10:16 pm
Link Copied!

চলতি বছরে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গণগ্রেপ্তার নয়। পলাতক নেতাদের সহায়তায় রাজধানীতে মিছিল সংগঠিত করার চেষ্টা করছিল তারা। যেহেতু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের সভা-সমাবেশের অনুমতিও নেই।

তিনি আরও জানান, শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় ৪৬ জনকে আটক করা হয়। এছাড়া শেরে বাংলা নগর থানা এলাকা থেকে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়তা বেড়েছে। একাধিক স্থানে আকস্মিক মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভীতি সৃষ্টির ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার হওয়া এই তিন হাজার নেতাকর্মীর বেশিরভাগই ঝটিকা মিছিলের সময় পুলিশের হাতে ধরা পড়েছেন।