
গণভোটের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) তারিখ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “গণভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা উপদেষ্টা পরিষদ সদস্যরা তাঁর নেতৃত্বে কাজ করব এবং সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করব। সিদ্ধান্তটি কোনো একক ব্যক্তি নেবেন না—এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। প্রধান উপদেষ্টা দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।”
আইন উপদেষ্টা আরও বলেন, “গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এখন তীব্র আকার ধারণ করেছে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। ওই প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। কমিশন প্রস্তাবে জানিয়েছে—গণভোট জাতীয় নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে পারে।
জামায়াতে ইসলামী বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যদিকে বিএনপি জানাচ্ছে, নির্বাচনের দিনেই গণভোট করতে হবে—এর বাইরে আলোচনার কোনো সুযোগ নেই।
বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, যে সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, তার বাইরে অনেক নতুন বিষয় যুক্ত করা হয়েছে।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “দীর্ঘ ২৭০ দিনের আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অবস্থানে যে অমিল দেখা যাচ্ছে, তা হতাশাজনক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.