
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের পাশাপাশি উচ্চকক্ষে পিআরের বিষয়ও অন্তর্ভুক্ত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটি সমাধান করা জরুরি। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচন যেকোনো কারণে না-ও হতে পারে। তবে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সর্বাগ্রে বাস্তবায়িত হওয়া উচিত।
আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) তারিখ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করলেও এটি গণভোটের মাধ্যমে কার্যকর করা প্রয়োজন। যদি নভেম্বর মাসে গণভোট না হয়, তবে তা আগামী সব নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পরিবেশ, সরকারের অবস্থান এবং জামায়াতের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, তা জামায়াতের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.