
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর সকাল ১১টায়, ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে—এর মধ্যে রয়েছে ছয় লাখ টাকার একটি প্রথম পুরস্কার, তিন লাখ ২৫ হাজার টাকার একটি দ্বিতীয় পুরস্কার, এক লাখ টাকার দুটি তৃতীয় পুরস্কার, ৫০ হাজার টাকার দুটি চতুর্থ পুরস্কার এবং ১০ হাজার টাকার ৪০টি পঞ্চম পুরস্কার।
আগামী ৩ নভেম্বর ২০২৫ তারিখে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে এই ‘ড্র’-এর ফলাফল প্রকাশ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.