দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

বার্তা কক্ষ
October 28, 2025 6:27 pm
Link Copied!

আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দ্রুত পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। জনগণের মধ্যে এমন আস্থা সৃষ্টি করতে হবে, যাতে তারা নিরাপদ পরিবেশে ভোট দিতে উৎসাহিত হন।

তিনি আরও নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা সংগ্রহ ও সংশ্লিষ্ট সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা যায়।

প্রফেসর ইউনূস আরও বলেন, “নির্বাচন ঘিরে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা ও জবাবদিহিতা আরও বাড়াতে হবে, যাতে পরিস্থিতি অবনতির সুযোগ কেউ না পায়।”

বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে দেশে যে পরিমাণ বডি-অন-ক্যামেরা বিদ্যমান, সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন ক্যামেরাগুলো হাতে আসার পর প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বডি-অন-ক্যামেরার মাধ্যমে নির্বাচনী পরিবেশ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও কার্যক্রম মনিটর করা সম্ভব হবে।