
উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে বলে সোমবার (২৭ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এটি সঠিক নয়। বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।
উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে এবং তার বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনের আগে সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ প্রদানের দাবি ইতিমধ্যেই বিএনপি করেছে।
ডিআরইউ অনুষ্ঠানে মাহফুজ আলম উল্লেখ করেছিলেন, “আমাদের হাতে সময় সীমিত। পূর্বে ছিল তিন মাস, এখন হয়তো মাত্র এক মাস অবশিষ্ট। যে পদক্ষেপগুলো নেওয়া হবে, তা ক্যাবিনেটে করতে হবে অথবা নীতিমালা ও অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নভেম্বরের পরে এটি সম্ভব হবে না, কারণ ক্যাবিনেট তখন ক্লোজ হয়ে যাবে এবং নির্বাচনের দায়িত্ব নেবে নির্বাচন কমিশন।”
উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের পর কিছু বিভ্রান্তি তৈরি হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার সোমবার এই ব্যাখ্যা প্রকাশ করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.