
মেট্রোরেলের ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) তারিখ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার শুনানি হবে।
রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনার পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিকনির্দেশনার আবেদন করা হয়েছে।
রিটকারীর আইনজীবী জানান, পূর্বে মেট্রোরেল ও ফ্লাইওভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার তথ্য আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে, রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন, আরও দুইজন আহত হন। এই ঘটনার প্রেক্ষাপটেই রিটটি দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.