
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আগামী বাংলাদেশে গণতান্ত্রিক ধারার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।” সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এনসিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
রোববার (২৬ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইস্যুতে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। তাই নতুন প্রজন্মের প্রতিনিধিত্বে এনসিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সারজিস আলম বলেন, “জুলাই সনদ ইস্যুতে আমরা এখনও আপসহীন অবস্থানে আছি। অন্যান্য রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনের দিকে মনোযোগী হয়ে সনদে স্বাক্ষর করেছে। কিন্তু আমরা সেটি করব তখনই, যখন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক আদেশ জারি হবে এবং গণভোটে জনগণ এর পক্ষে রায় দেবে।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে আয়োজিত সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন—সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির ও সাঈদ উজ্জ্বলসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.