দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 26 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের ২৭৪ কোটি টাকার কাজ ৪৬৫ কোটি টাকায় পেল ভারতীয় কোম্পানি

বার্তা কক্ষ
October 26, 2025 1:59 pm
Link Copied!

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসন অ্যান্ড টুব্রো প্রাথমিক বরাদ্দের প্রায় দ্বিগুণ মূল্যে কাজ পাচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্পে ‘ইলেকট্রোমেকানিক্যাল’ খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ ছিল। তবে দরপত্রে প্রতিষ্ঠানটি প্রায় ৬৫০ কোটি টাকা দাবি করলে, দীর্ঘ দর-কষাকষির পর ৪৬৫ কোটি টাকায় চুক্তি করা হয়েছে।

প্রকল্পের কর্মকর্তারা জানান, জাইকা অর্থায়ন করছে এবং চুক্তি অনুযায়ী নির্দিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজ করতে হবে। বিদায়ী প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, “ডলারের দাম ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় খরচ বৃদ্ধি হয়েছে।”

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, “প্রাথমিক চাওয়ার তুলনায় ৩০-৪০ শতাংশ কমে কাজ করানো সম্ভব হয়েছে। এতে কমলাপুর অংশের কাজ দ্রুত শেষ হবে।”

নতুন চুক্তিতে কমলাপুরে বৈদ্যুতিক ব্যবস্থা, এসকালেটর, লিফট, সিসি ক্যামেরা, মনিটর ও সিগন্যাল টেলিকমিউনিকেশনসহ সব টেকনিক্যাল কাজ করবে ভারতীয় প্রতিষ্ঠানটি।

তবে বরাদ্দের চেয়ে ৭০% বেশি মূল্যে কাজ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত। ব্যবহারকারী আলীম সালেহী লিখেছেন, “গুজব ছড়িয়ে বলা হয়েছিল, শেখ হাসিনা মেট্রোরেলের জন্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ খরচ করেছেন। এখন কি দেখছি আমরা?”

কিছু সমালোচক জানান, পূর্ববর্তী ভারতবিরোধী সরকারের আমলেই দ্বিগুণ মূল্যে কাজ দেওয়া হয়েছিল, যা সরকারের ও জাইকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণ হয়ে দাঁড়িয়েছে।