
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও অগ্রগতির জন্য প্রয়োজন সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা। প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে এক অনাবিষ্কৃত প্রতিভা—সেই সম্ভাবনাকে বিকশিত করাই হবে আমাদের লক্ষ্য।
গতকাল শনিবার (২৫ অক্টোবর ২০২৫) তারিখ বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি চায়—প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের সক্ষমতা অনুযায়ী বিকশিত হয়। কেউ হাদিস বা কেরাতে ভালো হলে তাকে সেখানেই দক্ষ করা হবে, কেউ খেলাধুলায় বা অঙ্কে পারদর্শী হলে তাকে সেই ক্ষেত্রে এগিয়ে যেতে সহায়তা করা হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও সুরক্ষার জন্য কার্যকর শিক্ষা কাঠামো অপরিহার্য। নিরাপদ রাষ্ট্র ও ক্যাম্পাস গঠনের লক্ষ্যেই বিএনপি জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষা কারিকুলামকে আধুনিকায়ন করতে শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যা ইতিমধ্যেই কাজের অগ্রগতি অর্জন করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.