মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ঘিরে ‘বিতর্কিত’ এক বিজ্ঞাপন প্রচারের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
সেখানে তিনি লিখেছেন, রোনাল্ড রিগ্যানের শুল্ক নীতির বক্তব্যের ওপর ভিত্তি করে কানাডা একটি ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করেছে। এতে সাবেক প্রেসিডেন্টের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বক্তব্য ব্যবহারের আগে কোনো অনুমতিও নেওয়া হয়নি।
ট্রাম্প আরও বলেন, রিগ্যান সবসময় মার্কিন নিরাপত্তা ও অর্থনীতিকে শক্তিশালী করতে শুল্কনীতিকে সমর্থন করতেন, কিন্তু কানাডা সেটিকে বিকৃতভাবে দেখাচ্ছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা থাকলেও সেটি সম্প্রচারিত হয়েছে। ফলে শাস্তিস্বরূপ কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছিল। কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এ হার আরও বেশি নির্ধারিত রয়েছে।

