জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও এনসিপির মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রের চলমান রাজনৈতিক প্রক্রিয়া, জুলাই সনদের অগ্রগতি ও বাস্তবায়ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। আলোচনার সময় তারা জুলাই সনদের আইনি ভিত্তি, কার্যকর রূপরেখা ও বাস্তব প্রয়োগের নানা দিক তুলে ধরেন বলে সূত্রে জানা গেছে।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষই গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে মতবিনিময় করেন।
আলোচনার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন অগ্রগতি এবং রাজনৈতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটে।

