বিএনপি নির্বাচনী আইন সংশোধনী খসড়া নিয়ে আপত্তি তুলেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য শিগগিরই সরকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) তারিখ বিকেলে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুমোদিত নির্বাচনী আইন সংশোধনী খসড়ায় একটি নতুন বিধান যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কোনও দল যদি জোটভুক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তবুও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক দলগুলোর আলোচনায় বেশিরভাগ বিষয়ে আমরা একমত হয়েছিলাম। তবে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশন যে খসড়া উপস্থাপন করেছে, তাতে যে পরিবর্তন আনা হয়েছে, তা নিয়ে আমাদের সম্মতি ছিল না।”
তিনি আরও জানান, “যদি জোটভুক্ত নির্বাচনে নিজ দলের প্রতীকে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়, তবে ছোট রাজনৈতিক দলগুলো জোটে আসতে উৎসাহিত হবে না। এটা আমাদের পক্ষ থেকে কখনও গ্রহণযোগ্য নয়।” সালাহউদ্দিন বলেন, খসড়ার ওপর মতামত চাওয়া হয়েছিল এবং বিএনপি তাদের মতামত দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “অধ্যাদেশে বেশ কিছু সংশোধনী আমাদের একমত। তবে জোটের বাইরে নিজের প্রতীকে অংশগ্রহণের বিষয়টি আমরা সমর্থন করি না। আমাদের মনে হয়, সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে এটিকে পুনর্বিবেচনা করা প্রয়োজন। আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও পাঠাবো নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টার কাছে।”
তিনি উল্লেখ করেন, চলতি মাসে ২০০ আসনে বিএনপির প্রার্থীদের জন্য সবুজ সংকেত দেওয়া হবে। এছাড়া এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনাও চলছে। তবে বিএনপি-এনসিপি জোট গঠনের আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

