নিজস্ব প্রতিবেদক: আজ উত্তরখান চাঁনপাড়ায় মাদক, জুয়া এবং চুরি বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি,এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল হক এবং ওসি (তদন্ত)। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরি সমাজের জন্য মরণব্যাধি। সবাইকে একসঙ্গে এগিয়ে এসে এই অপসংস্কৃতি রোধ করতে হবে।
র্যালি শেষে পথসভায় সমাজের সচেতন নাগরিকরা মাদকমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করেন।

