ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে ‘না’ ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন,
যে আসনে একজন প্রার্থী থাকবে, সেখানে ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) তারিখ বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “আপনাদের নিশ্চয়ই ২০১৪ সালের ভুয়া নির্বাচনের কথা মনে আছে—১৫৪টি আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এ ধরনের পরিস্থিতি যেন আর না হয়, তাই একজন প্রার্থী থাকলে ভোটাররা ‘না’ ভোট দিতে পারবেন। প্রার্থী পছন্দ না হলে না ভোট দেবেন, তখন সেখানে পুনরায় নির্বাচন হবে।”
জোটের বিষয়ে তিনি বলেন, “যদি নির্বাচনী জোট হয়, তবুও দলের নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে, যাতে ভোটাররা স্পষ্ট ধারণা পান কোন দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন।”
পোস্টাল ব্যালট প্রসঙ্গে আসিফ নজরুল জানান, যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন—আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তারা—তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসীরাও এই সুযোগ পাবেন। তিনি আরও জানান, ভোট গণনার সময় মিডিয়ার উপস্থিতির বিধানও রাখা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, “যারা কোনো দলকে ৫০ হাজার টাকা বা তার বেশি দান বা অনুদান দেবেন, তাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ দিতে হবে এবং দাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।”
আগের আইনের পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, “আগে কেবল নির্দিষ্ট ভোটকেন্দ্রে গণ্ডগোল হলে সে কেন্দ্রের ফলাফল বাতিলের সুযোগ ছিল। এখন যদি নির্বাচন কমিশন মনে করে কোনো নির্বাচনী এলাকাজুড়েই ব্যাপক অনিয়ম হয়েছে, তাহলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.