মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাঁকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
গত (২০ অক্টোবর ২০২৫) তারিখ থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এ–সংক্রান্ত নোটিশ দেখা যায়।
নতুন নিয়মের বিষয়ে মেট্রোরেল স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি নতুন এই নিয়ম সম্পর্কে অবগত নন, তবে বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা বিষয়েই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।
ডিএমটিসিএলের এক নোটিশে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ। একই স্টেশনে প্রবেশ করে বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”
এই নিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রী। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে করা এক পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কেউ যদি স্টেশনে ঢোকার পর জরুরি প্রয়োজনে বের হতে চান বা অসুস্থ হয়ে পড়েন, তাঁদের কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়। কেউ কেউ মত দিয়েছেন, ভাড়া ফাঁকি রোধে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার জন্য ১০০ টাকা নির্ধারণ অযৌক্তিক।
একজন বেসরকারি চাকরিজীবী জানান, মঙ্গলবার তিনি কারওয়ান বাজার স্টেশনে প্রবেশের পর কয়েক মিনিটের মধ্যেই বের হন, কিন্তু তাঁর কার্ড থেকে ১০০ টাকা কেটে নেওয়া হয়। পর্যাপ্ত টাকা না থাকায় নতুন করে রিচার্জ করে পরিশোধ করতে হয়। তিনি এই নিয়মকে “অযৌক্তিক” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন।

